ওমানের ইতিহাসে সব চেয়ে বেশি কড়াকড়ি আইন প্রয়োগ হচ্ছে ২০২৪ সালে, এমন টাই মনে করেন ওমানে অবস্তানরত প্রবাসী ব্যবসায়ী সহ নাগরিক রা, যেমন টা ইংগিত পাওয়া গিয়েছিলো ২০২৩ সালের নভেম্বর মাসের আচমকা সিকিউরিটি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করার পরে
এর পরে থেকে আলোচনায় আসে ২০২৪ সালে কি হবে কি না হবে, তবে তার পরেও অনেকের অনেক মতামত ছিলো, কিন্তু সব কিছুকে চাপিয়ে ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকেই চলে ভিষণ কড়াকড়ি আইন, চলে অবৈধ লোক দের ধরার জন্য কড়াকড়ি আইন।
যার কারণে প্রবাসীদের ভিতরে সৃষ্টি হয়েছে আতংক, রয়েছে যে কোন সময় ধরা খাওয়ার ভয়, এর মধ্যে লেবার লোর্টের হাজার রিয়াল ফাইনের সমস্যা তো থাকছেই, সব মিলে ২০২৪ সাল ওমান প্রবাসীদের জন্য এক কঠিন সাল।হতে আচ্ছে বিশেষ করে অবৈধ প্রবাসীদের জন্য