অনুমতি ছাড়া আরবাব পরিবর্তন যেভাবে হয়, ঠিক একি ভাবে অনুমতি নিয়ে বাহিরে কাজ করাকেই বুঝায়, মূলত ওমানে স্পন্সর সেইম সেইম কাজ করাই হচ্ছে নিয়ম।
স্পনসর ছাড়া অন্য কাজ করা ওমানে অবৈধ সরকারি নিয়ম অনুসারে, তবুও অধিকাংশ মানুষ ভিন্ন স্পন্সরের ভিন্ন কাজী করে থাকে, তবে সেখানেও ওমান সরকার দিয়ে কিছু নিয়ম বা বিধান।
ধরেন আপনি যদি আপনার আরবাবের কাজ না করে অন্য জনের কাজ করেন,তবে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে, যেখানে করছেন কাজ সেই ওমানির এবং আপনার আরবাবের।
আর এই অনুমতি নেওয়া জন্যেই আপনাকে প্রয়োজন হবে “আকেদ আমেল” বা কাজের লোকের এগ্রিমেন্ট যা ওমানের যে কোন মাক্তব অফিস চিনে বা জানে, তবুও যদি জানতে হয় বা দেখতে হয় তার জন্য আমি একজনের কাজের এগ্রিমেন্ট পেপার আপনাদের সাথে,তার তথ্য গোপন রেখে শেয়ার করলাম দেখে নিতে পারেন।
অথবা আপনার স্পনসর বা সানাদে গিয়ে এই টাইপের পেপার লাগবে বলতে পারেন
[v]